Business

ওয়াশিংটন সফরে উ. কোরিয়ার শীর্ষ কর্মকর্তা


উত্তর কোরিয়ার এক শীর্ষ জেনারেল বিরল এক সফরে শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন। সফর চলাকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। দেশ দুটি নিরস্ত্রীকরণ দশকের পর দশক ধরে চলা বৈরি সম্পর্ক নিরসনের লক্ষ্যে নতুন করে বৈঠক চূড়ান্ত করার চেষ্টা করছে। খবর এএফপি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়ং চল বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন রাজধানীতে পৌঁছান। এক সময়ের ক্রমবর্ধমান উত্তেজনা কমে আসার এক বছর পর এটি হচ্ছে সর্বশেষ শান্তি মিশন
উত্তর কোরিয়ার আলোচক হঠাৎ করে যুক্তরাষ্ট্রে তার পরিকল্পিত সর্বশেষ আলোচনা বাতিল করেন এবং ওই সময় প্রশাসন সাবধানতা অবলম্বন করায় তার সফরের অগ্রগতির ব্যাপারে কোন ঘোষণা দেয়া হয়নি
উল্লেখ্য, দুই মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সঙ্গে নিউইয়র্কে তার বৈঠক করার কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান এক সূত্র জানান, পম্পেও ওয়াশিংটনে এক ভোজসভায় শুক্রবার কিমকে স্বাগত জানাবেন এবং পরে তারা এক সঙ্গে হোয়াইট হাউসে যাবেন বলে আশা করা হচ্ছে


Post a Comment

0 Comments

class="fb-customerchat" "attribution"=setup_tool page_id="226269794967384">