Business

বি পি এল এ বাড়তি নজর থাকছে আশরাফুলের উপর


ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার শাস্তি হিসেবে বিপিএলের গত তিন আসরে খেলতে পারেননি মোহাম্মদ আশরাফুল। শনিবার মিরপুরে টুনাের্মন্টের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাবতর্ন হতে পারে সবর্কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের। চট্টগ্রাম ভাইকিংসের জাসির্ জড়িয়ে ব্যাট হাতে নামতে পারেন পছন্দের তিন নম্বর পজিশনেও। একাদশে থাকার ব্যাপারে আশাবাদী আশরাফুল জানালেন, লক্ষ্য একটাই ভালো খেলা।

শুক্রবার অনুশীলনের জন্য শেরেবাংলা স্টেডিয়ামে প্রবেশ করার ফঁাকে ক্ষণিকের আলাপে আশরাফুল বললেন, ‘লক্ষ্য একটাই, ভালো ক্রিকেট খেলা। এখানে পারফমর্ করে আগের জায়গায় ফিরে যেতে চাই।’

২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গø্যাডিয়েটসের্র হয়ে খেলার সময় ফিক্সিংয়ে জড়ান আশরাফুল। ওই বছরের ৩১ মাচর্ ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটির পর আর টি২০ খেলা হয়নি ডানহাতি এ ব্যাটসম্যানের।

নিষেধাজ্ঞার কারণে ৫ বছর আড়ালে ছিলেন আশরাফুল। ফিরে প্রিমিয়ার লিগ, বিসিএল, এনসিএল খেললেও বিপিএলে ফেরার জন্য বাড়তি তাগিদ ছিল। অবশেষে দীঘর্ অপেক্ষার অবসান হওয়ার খুব কাছে তিনি।

চট্টগ্রাম ভাইকিংসের অধিনায়ক এবার মুশফিকুর রহিম। কাছ থেকেই দেখছেন অগ্রজ আশরাফুলকে। আগের জায়গায় ফেরার জন্য প্রতিভাবান এ ক্রিকেটারের পরিশ্রমও চোখে পড়ছে মুশির, ‘উনি অনেক কষ্ট করছেন। ঘরোয়ায় অন্যান্য পযাের্য় পারফমর্ করেছেন। আশা করি ভালো খেলবেন। আর উনি ভালো খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’

আশরাফুলকে বিপিএলের মঞ্চে দেখে খুশি মাশরাফি, সাকিব, তামিমও। সাবেক সতীথের্ক মাঠে দেখে জড়িয়ে ধরেছেন তারা। বুক মেলাতে আসছেন তরুণ ক্রিকেটাররাও। পাপের প্রায়শ্চিত্ত করে ফেরা এ ক্রিকেটারের চ্যালেঞ্জ এখন ব্যাটের ছেঁায়ায় হারানো বিশ্বাস ফিরিয়ে আনা।

Post a Comment

0 Comments

class="fb-customerchat" "attribution"=setup_tool page_id="226269794967384">