Business

বাংলাদেশী তরুণীর সাফল্য - স্থান করে নিয়েছেন হংকং এর আইন পরিষদে


হংকংয়ের আইন পরিষদে সহযোগী (লেজিসলেটিভ কাউন্সিল অ্যাসিসটেন্ট) হিসেবে কাজ করবেন বাংলাদেশি ফারিহা সালমা দিয়া বাকের। ২০ বছর বয়সী এই তরুণী স্বপ্ন দেখেন, একদিন তিনি হংকংয়ের আইনপ্রণেতা হবেন। এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

ফারিহার জন্ম হংকংয়ে। তার বাবা চাকরি সূত্রে ২৫ বছর আগে হংকংয়ে পাড়ি জমান। সেখানেই পরিবার নিয়ে বসবাস করার সিদ্ধান্ত নেন ফারিহার বাবা। তিনি হংকংয়ের একটি গার্মেন্ট ও এক্সেসরিজ প্রতিষ্ঠানের রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। 

জানা গেছে, হংকংয়ের সিটি ইউনিভার্সিটির ছাত্রী ফারিহা। তিনি হংকংয়ের প্রধান ভাষা ক্যান্টোনিসেতে পারদর্শী। এ ছাড়াও মান্দারিন, বাংলা, হিন্দি, ইংরেজি ও ফিলিপিনো (তাগালগ) ভাষায়ও দখল রয়েছে তার। 

কাউলুনের ইয়উ মা তেইয়ের একটি ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে বসবাস করেন ফারিহা। ১৫ বছর বয়সী তার একটি ভাই রয়েছে।  

Post a Comment

0 Comments

class="fb-customerchat" "attribution"=setup_tool page_id="226269794967384">