Business

নিঃস্বার্থ ফুটবলারের তালিকায় শীর্ষে মেসি



গত মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা। যার নায়ক যথারীতি লিওনেল মেসি ক্লাব ফুটবলে বছরজুড়েই আলো ছড়িয়েছেন এলএম টেন। পরিসংখ্যানও কথা বলে তার পক্ষে
২০১৮ সালে সর্বোচ্চ ৫১ গোল করেছেন লিওনেল মেসি। একমাত্র ফুটবলার হিসেবে ৫০ কিংবা তারও বেশি গোলের রেকর্ড গড়েন তিনি। ৪৯ গোল করে নতুন বছরে পা রেখেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। এই তালিকার শীর্ষ পাঁচে থেকে ২০১৮ সাল শেষ করা বাকি তিন ফুটবলার হলেন যথাক্রমে রবার্ট লেভানডোস্কি (৪৬), মোহাম্মদ সালাহ (৪৪) হ্যারি কেন (৪১)
তবে মেসি শুধু গোল করতেই যে মাস্টার তা নন, অনেক সময় নিজের স্বার্থ বলি দিয়ে সতীর্থদের দিয়ে গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৮ সালে মেসি যে শুধু সর্বোচ্চ গোল করেছেন তা নয়, গোল অ্যাসিস্টের তালিকাতেও সবার উপরে মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারের অ্যাসিস্ট সংখ্যা ২৬। ২৪ গোলে অ্যাসিস্ট রয়েছে তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের
লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকার শীর্ষ পাঁচেই জায়গা পাননি। ১৮ গোল করে নেইমার আছেন ছয় নম্বরে। শীর্ষ তিন থেকে পাঁচে জায়গা করে নেওয়া ফুটবলাররা হলেন যথাক্রমে দিমিত্রি পায়েত (২৩), মেম্ফিস ডিপাই (২৩) এডেন হ্যাজার্ড (১৯)

Post a Comment

0 Comments

class="fb-customerchat" "attribution"=setup_tool page_id="226269794967384">