Business

ফুটবলে আগ্রহ হারিয়েছেন ওজিল


রাশিয়া বিশ্বকাপে মেসুত ওজিলের দল জার্মানি গ্রুপ পর্বে বিদায় নেই। সেই কোপ সবচেয়ে বেশি গেছে মেসুত ওজিলের ওপর দিয়ে। বিশ্বকাপ শুরুর আগে বিতর্ক। বিশ্বকাপে দলের এবং নিজের বাজে পারফর্মের পরে বাধ্য হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ওজিল। আর্সেনালের হয়ে খেলে গেলেও জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী ওজিল আর সেই ওজিল নেই। তার খেলা দেখে তাই আর্সেনালের সাবেক মিডফিল্ডার ইমানুয়েল পেটিট মনে করেন, ফুটবলে উৎসাহ হারিয়েছেন ওজিল। তিনি সবধরণের ফুটবল থেকে অবসরের কাছে চলে এসেছেন
চলতি মৌসুমে এখন পর্যন্ত বিবর্ণ মেসুত ওজিল। তার ক্লাব ছাড়ার ব্যাপারে চলছে গুঞ্জন। তবে এখন পর্যন্ত বড় কোন ক্লাব তার ব্যাপারে আগ্রহ দেখায়নি। ওদিকে শীতকালীন দলবদলের বাজার বন্ধ হতে দেরি নেই বেশি। আর্সেনালের হয়ে মাঠে তার গতিবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। ক্লাবের হয়ে তাই নিয়মিত জায়গা পাওয়া কঠিন তার জন্য
জার্মানির জার্সিতে হতাশ দৃষ্টিতে শূন্যে তাকিয়ে থাকা এই ওজিলকে ক্লাবেও দেখা মিলছে এখন। ছবি: গোল
মিররকে দেওয়া সাক্ষাৎকারে পেটিট তাই মন্তব্য করেন, 'ফুটবলের প্রতি আগ্রহ হারিয়েছেন এমন ঘটনা অনেক ঘটেছে। আমরা তো রোবট না। প্রত্যেক মৌসুম একইভাবে শুরু হবে এমন ধরে নেওয়া ভুল। সবসময় একই গতিকে খেলে যাওয়াও বেশ কঠিন কাজ। তাছাড়া কেউ যদি ফুটবল থেকে অনেক অর্থ কামিয়ে ফেলে, অনেক শিরোপা জেতে কিংবা ব্যক্তিগত জীবনে কোন সমস্যার মধ্যে থাকে তাহলে তিনি আগ্রহ হারাতেই পারেন।'
মেসুত ওজিলের জীবনে কোন সমস্যা আছে কিনা তা অজানা পেটিটের, যা জানেন তা হলো মাঠে ওজিলের হালচাল। যা মোটেও  ভালো দেখায় না। পেটিট বলেন, 'বদবদলের বাজার বন্ধ হতে যাচ্ছে। ওজিল ক্লাব ছাড়ছেন বলে আমার মনে হচ্ছে না। তাহলে ওজিল ক্যারিয়ার কোথায় শেষ করতে যাচ্ছেন। চীনে? আমি চীনকে ছোট করছি না। তবে সত্যি কি জানেন, তার মতো ফুটবলার চীনে ক্যারিয়ার শেষ করুক আমি তা চাই না।'
চলতি মৌসুমে আর্সেনাল ভালো অবস্থানে নেই। তাদের দীর্ঘ দিনের কোচ আর্সেন ওয়েঙ্গারকে ছেড়ে উনাই এমেরিকে কোচ করেছে দলটি। কিন্তু হাল বদলায়নি ক্লাবের। তার কারণ হিসেবে ওজিলের বাজে ফর্মকেও দায়ী করছেন অনেকে। নিয়ে পেটিট বলেন, 'ক্লাবের ওজিলকে দরকার। ওজিলের দরকার ব্যাপারটা ঠিকঠাক উপলব্ধি করা। হতাশা ঝেড়ে ফেলা। তার নিজের মর্যাদা বোঝা। আমি জার্মান এবং তুর্কির সংবাদ মাধ্যমে দেখছি ফুটবলের চেয়ে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করা হচ্ছে। তবে একজন আধুনিক খেলোয়াড় হিসেবে এসবের সঙ্গে মানিতে নিতে হবে ওদের।


Post a Comment

0 Comments

class="fb-customerchat" "attribution"=setup_tool page_id="226269794967384">