Business

বি পি এল - ওয়ার্নারকে ছাপিয়ে সাকিব


গতকালের ম্যাচেই সবচেয়ে বেশি দর্শক হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্বাগতিক দর্শকদের আবারও হতাশ করলো সিলেট সিক্সার্স। আগের ম্যাচে রংপুর রাইডার্সকে হারালেও, গতকাল আবার ঢাকার কাছে তারা হেরেছে উইকেটে। ঢাকা পর্বে সবকটি ম্যাচ জিতেছিলো ঢাকা ডায়নামাইটস। উড়তে থাকা এই ঢাকাকেই সিলেট পর্বে মাটিতে নামায় রাজশাহী কিংস। তবে গতকাল সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য আর আন্দ্রে রাসেলের শেষ দিকের ঝড়ে জয়ের ধারায় ফিরে তারা। ব্যাট হাতে ৬১ আর বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। বিপিএল মাঝপথে দেশে ফেরা নিয়ে নাটক চললেও ডেভিড ওয়ার্নার নিজের কাজ ঠিকমতো করলেন
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আরেকটি ঝড়ো ইনিংস খেললেন সিলেট
সিক্সার্সের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। রংপুর রাইডার্সের বিপক্ষে ঝড়ো ফিফটির পর টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ওয়ার্নার। টস জিতে ব্যাট করতে নামা সিলেট ৮৬ রানে উইকেট হারায়। এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আগের ম্যাচের দুর্দান্ত উদ্বোধনী জুটি এদিন ভেঙেছে পঞ্চম ওভারে। স্কোরবোর্ডে ৩৮ রান থাকতেই পরপর দুই ওভারে ফিরে যান লিটন দাস (২৭) সাব্বির রহমান (১১) তারপর রানের ব্যবধানে আরও উইকেট হারায় সিলেট। জাকের আলীকে নিয়ে দলকে স্বস্তি এনে দেন ওয়ার্নার। তাদের ৬৩ রানের জুটিতে লড়াই করার মতো স্কোর দাঁড় করায় সিলেট। ৪৩ বলে চার ছয়ে ইনিংস সেরা ৬৩ রানে সাকিব
আল হাসানের শিকার হন স্পট ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ান ওপেনারের ৪৩ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করেই উইকেটে ১৫৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সিলেট সিক্সার্স। নিয়ে চলতি বিপিএল- ম্যাচ খেলে তিনটি ফিফটি করলেন ওয়ার্নার। রংপুর রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ৩৬ বলে হার না মানা ৬১ রানের বিধ্বংসী এক ইনিংস এসেছিল অস্ট্রেলিয়ান এই তারকার ব্যাট থেকে। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকান ডানহাতি পেসার অ্যান্ডু্র বার্চের কাছে টানা দুই উইকেট হারায় সিলেট। জাকের করেন ২৫ রান। বার্চ সর্বোচ্চ উইকেট নেন ঢাকার পক্ষে। দুটি পান সাকিব। ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নামা ঢাকা ৩৭ রানে উইকেট হারালে তাদের জয়ের পথে ধরে রাখেন অধিনায়ক সাকিব। দলের পক্ষে সাকিব গড়েন ঝড়ো হাফসেঞ্চুরি। ৪০ বলে চার আর ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন তিনি। গড়ে দেয়া মঞ্চের শেষটা ঝড়ো গতিতে করেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। ২১ বলে চার আর ছক্কায় তার ৪০ রানের টর্নেডো ইনিংসেই ১৭ ওভারের মাঝেই ম্যাচের ইতি ঘটে। হারের ফলে পরের রাউন্ডে ওঠা অনেকটা কঠিন হয়ে গেলো সিলেট সিক্সার্সের। অপরদিকে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে প্লে অফ রাউন্ড অনেকটা নিশ্চিত ঢাকার।


সংক্ষিপ্ত স্কোর
সিলেট সিক্সার্স: ২০ ওভারে, ১৫৮/ (লিটন ২৭, সাব্বির ১১, আফিফ ১৯, ওয়ার্নার ৬৩, জাকের ২৫, বার্চ /৪২, সাকিব /৩৪, নারিন /৩২, রুবেল /২৪)
ঢাকা ডায়নামাইটস: ১৭ ওভারে, ১৬৩/ (নারাইন ২০, রনি তালুকদার ১৩, সাকিব ৬১*, রাসুলি ১৯, রাসেল ৪০*, ইরফান /৩৮, তাসকিন /৩২)
ফল: ঢাকা উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাকিব আল হাসান 

Post a Comment

0 Comments

class="fb-customerchat" "attribution"=setup_tool page_id="226269794967384">