Business

১৪ দলের সংসদ সদস্যরা বিরোধী দলে থাকলে সংসদ প্রাণবন্ত হবে: রাঙ্গা


জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘১৪ দলের সংসদ সদস্যরা জাতীয় পার্টির সঙ্গে বিরোধী দলের ভূমিকায় এলে জাতীয় সংসদ আরো প্রাণবন্ত হবে।’
রাঙ্গা বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দেশ ও মানুষের পক্ষে কথা বলব, সংসদকে কার্যকর করে তুলব। ইতোমধ্যেই জাতীয় পার্টির সংসদ সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’আজ শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বুদ্ধদেব বসু মাত্র একজনই বিরোধী দলের ভূমিকায় ছিলেন। স্বাধীনতার পরে ৭৩ সালের নির্বাচনেও স্বল্প সংখ্যক বিরোধী দলের সদস্যই সংসদকে প্রাণবন্ত রেখেছিলেন। আর বর্তমান সংসদে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য, তারা চাইলে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।’

Post a Comment

0 Comments

class="fb-customerchat" "attribution"=setup_tool page_id="226269794967384">